ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

গণছুটিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬৯ জন কর্মকর্তা কর্মচারী 

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, মাগুরা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, সেপ্টেম্বর ৭, ২০২৫
গণছুটিতে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬৯ জন কর্মকর্তা কর্মচারী 

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল থেকে গণছুটিতে গেছেন।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (জঊই) বিরুদ্ধে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও দমন-পীড়নের প্রতিবাদে ৪৬৯ জন এ ছুটি নিয়েছেন বলে  সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

তাদের অভিযোগ, নিম্নমাণের মালামাল সরবরাহ, জনবল সংকট এবং অটো পালস মিটারের মতো গ্রাহক হয়রানির ফাঁদে সমিতিকে জিম্মি করে রাখা হয়েছে।

রোববার সকাল থেকে মাগুরা পল্লী বিদ্যুৎ ভবনে কর্মকর্তা কর্মচারীরা জড়ো হতে থাকেন। তারা নিজেদের ছুটির দরখাস্ত জেনারেল  ম্যানেজার শাহীন আহমেদের কাছে জমা দেন। সেই সাথে নিজেদের দায়িত্বে থাকা মোবাইল ফোন জমা দেন।  

সমিতির সদস্যরা জানান তাদের দাবি না মানা পর্যন্ত তারা ছুটিতে থাকবেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।