ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

টাঙ্গাইলে অটোরিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, সেপ্টেম্বর ১১, ২০২৫
টাঙ্গাইলে অটোরিকশা চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত টাঙ্গাইলের মানচিত্র

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চোর সন্দেহে গণপিটুনিতে রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি জামালপুরে মাদারগঞ্জ উপজেলায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে হলুদিয়া গ্রামে জসিমের বাড়িতে মোটরসাইকেলে করে তিনজন গিয়ে অটোরিকশা চুরির চেষ্টা করেন। টের পেয়ে স্থানীয়রা চিৎকার করলে দুজন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে গেলেও ধরা পড়েন রাসেল। পরে গ্রামের লোকজন তাদের পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।