ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মহেশপুর সীমান্তে অস্ত্র-গুলি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, সেপ্টেম্বর ১১, ২০২৫
মহেশপুর সীমান্তে অস্ত্র-গুলি জব্দ জব্দ অস্ত্র-গুলি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তের বাঘাডাঙ্গা গ্রাম থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে   বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাডাঙ্গা বিওপির জেসিও সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বাঘাডাঙ্গা গ্রামের একটি খড়ের গাদা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও গুলি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিজিবি উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।