ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

অপরাধ দমনে ‘জিনিয়া অ্যাপ’ চালু এসএমপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, সেপ্টেম্বর ১২, ২০২৫
অপরাধ দমনে ‘জিনিয়া অ্যাপ’ চালু এসএমপির এসএমপি

সিলেট: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্রুত নাগরিক সহায়তার লক্ষ্যে ‘জিনিয়া’ নামে প্রযুক্তিনির্ভর একটি মোবাইল অ্যাপ চালু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বৃহস্পতিবার পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নবাগত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এই তথ্য জানান।

পুলিশ কমিশনার বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরণ বদলেছে। তাই নাগরিকদের দ্রুত সহায়তা দিতে আমরা চালু করেছি ‘জিনিয়া’-একটি অ্যাপ, যা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।  

তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, সহজ রিপোর্টিং সুবিধাসহ থাকবে নানা সুবিধা।

আগে ৯৯৯-এ ফোন দিলে সেটি সংশ্লিষ্ট জেলার এসপি, এএসপি হয়ে থানায় যেতো। সেখানে একজন অফিসারকে অ্যাসাইন করা হতো। ফলে অনেক সময় পেরিয়ে যেত, তাৎক্ষণিক সহায়তা পাওয়া কঠিন হতো।

ধরুন, একটি শিশু পানিতে পড়ে গেছে কিংবা কোনো নারী নির্যাতনের শিকার হয়েছেন-সেই মুহূর্তে তাৎক্ষণিক সহায়তার প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই অ্যাপ মাত্র এক ক্লিকেই সাহায্য পৌঁছে দেবে, বলেন পুলিশ কমিশনার।

ভবিষ্যতে এই অ্যাপে শিশু অপহরণ প্রতিরোধ ব্যবস্থা, গৃহস্থালি সহিংসতা প্রতিরোধ, ড্রোন নজরদারি, আইনি সহায়তা, এবং ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণের মতো আধুনিক সুবিধা যুক্ত করা হবে বলেও জানান তিনি।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ কমিশনার। তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের সমস্যার সমাধানে আশ্বাস দেন এবং পুলিশের প্রতিটি উদ্যোগে জনগণের সহযোগিতা কামনা করেন।

এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।