ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মতলবে মাইক্রোবাসে আগুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, সেপ্টেম্বর ১২, ২০২৫
মতলবে মাইক্রোবাসে আগুন  নেভানো হয় মাইক্রোবাসের আগুন 

চাঁদপুর: ঢাকা থেকে চাঁদপুরগামী একটি মাইক্রোবাসে গ্যাস লিক হয়ে আগুন লেগে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপা পাতালিয়া নামক স্থানে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর ফায়ার স্টেশনের সাব স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম।  

দুর্ঘটনায় কবলিত গাড়িটির মালিক সরোয়ার। চালক ছিলেন মোহাম্মদ আজাদ। তবে গাড়ির মধ্যে কোনো যাত্রী ছিলেন না।  

সাব অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, সকালে সরকারি জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে। আগুনে ওই গাড়িটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্যাস লিকেজ থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।