গাড়িতে গ্যাস নিয়ে বাড়ি ফেরা হলো না সিএনজিচালিত অটোরিকশাচালক ইব্রাহিমের (৩৪)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হন।
হাইওয়ে পুলিশ জানায়, ইব্রাহিম ফেনীর লালপুল থেকে গাড়িতে গ্যাস নিয়ে মহাসড়কের পাশে বাড়ি ফিরছিলেন। পথে ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে অজ্ঞাত গাড়ি তার অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ইব্রাহিমকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।
এসএইচডি/আরবি