পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত ‘পার্বত্য জেলাসমূহের ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন সংক্রান্ত’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পার্বত্য উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করতে পারলে ভূমির মালিকানা নিয়ে আর জটিলতা থাকবে না। কোনো মানুষকে হয়রানির শিকার হতে হবে না। মানুষের জন্য ভূমি খুবই গুরুত্বপূর্ণ। ভূমি সমস্যা নিরসন হলে দেশ থেকে অর্ধেক সমস্যা দূর হয়ে যাবে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, উন্নয়ন অনুষদের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, তিন পার্বত্য জেলার জেলা পরিষদের চেয়ারম্যান, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ এবং রাঙামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বৈঠকে অংশ নেন।
আরএ