ফরিদপুরের ভাঙ্গা আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান তিনদিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ স্থগিত করেছে বিক্ষুব্ধ জনতা।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় তারা অবরোধ স্থগিত করেন।
রোববার সকাল ৬টা থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কসহ ভাঙ্গার সাতটি স্থানে কাফনের কাপড় পরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধরা। এ সময় নকশিকাঁথা ট্রেন আটকানো হয় এবং খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ভাঙ্গা জংশনে থেমে থাকে।
আলগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. এসকেন্দার মিয়া বলেন, আমাদের ইউপি চেয়ারম্যানকে মুক্তি দিতে হবে। ভাঙ্গা সার্কেল এসপি ও ওসি এসে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনার কথা জানিয়ে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। তবে আমরা জানিয়েছি, তাদের সম্মানেই আজকের মতো বিকেল সাড়ে ৫টায় অবরোধ স্থগিত করছি। সোমবার একই দাবিতে আবারও অবরোধ চলবে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধকারীরা সড়ক ও রেলপথ ছাড়েন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সোমবার একই দাবিতে আবারও আন্দোলন চলবে বলে তারা ঘোষণা দিয়েছেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, মানুষের ভোগান্তি এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রাখা হয়েছে। পাশাপাশি বিক্ষুব্ধদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়। দাবি পূরণ না হওয়ায় ১৪ সেপ্টেম্বর থেকে ফের টানা তিনদিনের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি শুরু হয়।
আরও পড়ুন...
** ফরিদপুরে রেলপথ-মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
** ফরিদপুরে নতুন কর্মসূচি দিয়ে মহাসড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
** ফরিদপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ২১ জেলার সঙ্গে যান চলাচল বন্ধ
** ফরিদপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, এক আন্দোলনকারীর মৃত্যু
** ফরিদপুরে সড়ক অবরোধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ
** ফরিদপুরে টানা তিন দিনের মতো সড়ক অবরোধ, অচল যোগাযোগ ব্যবস্থা
** ফরিদপুরে এবার রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
এসআরএস