যশোর: বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে যশোরের ঝিকরগাছা উপজেলায় একজন নিহত হয়েছেন। নিহত রুহুল কুদ্দুস (৩৮) পিকআপের চালক।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার যশোর-বেনাপোল সড়কের পারবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল কুদ্দুস (৩৮) ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন বাবু জানান, বেনাপোলগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৯৩) যশোরগামী পিকআপের (যশোর-ন ১১-০৩৯৮) সামনে আঘাত করে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপচালক নিহত হন।
তিনি জানান, বাসটি নিজের লেন অতিক্রম করে বিপরীত লেনে চলে গিয়ে পিকআপটির সামনে সরাসরি আঘাত করে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যান।
ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে নাভারণ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এসএইচ