ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

শিবালয়ে সেলফি পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, সেপ্টেম্বর ১৫, ২০২৫
শিবালয়ে সেলফি পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার আরসিএল মোড় এলাকায় সেলফি পরিবহনের চাপায় রিয়াদ হোসেন (১৯) নামে মোটরসাইকেলের  এক আরোহী নিহত হয়েছেন।  

সোমবার (১৫ সেপ্টেম্বর)  দুপুরে শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট পয়েন্টের আরসিএল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ হোসেন শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের রেজাউল করিমের ছেলে।
 
জানা যায়, উপজেলার নিজ বাড়ি থেকে রিয়াদ হোসেন ও তার এক বন্ধু  মোটরসাইকেলে করে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। ঘাট পয়েন্টের আরসিএল মোড়ে এলে সেলফি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় ঘাতক বাস আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে যায়।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং বাসটিকে আটক করি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া ঘাতক বাসের চালকসহ সহকারীকে আটকের চেষ্টা চলছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।