ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

চুয়াডাঙ্গায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, সেপ্টেম্বর ১৫, ২০২৫
চুয়াডাঙ্গায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের হকপাড়ায় নিজের ভাড়া বাসা থেকে একজন নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত গুলশান আরা চমন (৫৫) মহিউদ্দীন জোয়াদ্দারের স্ত্রী।

 

সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, হকপাড়ার একটি ভাড়া বাড়িতে একাই বসবাস করতেন গুলশান আরা। গত দুইদিন থেকে তার সাড়াশব্দ না পেয়ে ঘরে খুঁজতে যান প্রতিবেশীরা।  

ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা তার ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।