ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, সেপ্টেম্বর ১৫, ২০২৫
কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে আটকরা

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড। এ ঘটনায় ৮ শ্রমিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এছাড়া কারখানার মালিক-শ্রমিকসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ৮ শ্রমিককে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন-নেত্রকোনার বাসিন্দা আবুল কালাম (৩৫), দুলাল মিয়া (৩২), আবু কালাম (৩৯), মো. সুহাগ মিয়া (৩০), মো. সুজন মিয়া (৪১), মো. চান মিয়া (৩৮), আবদুল লতিফ (৪০) ও সুনামগঞ্জ জেলার মাইদুল ইসলাম (৩৫)।

বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের গৌরীপুর অফিসের ইনচার্জ অম্লান কুমার দত্ত জানান, রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে গৌরীপুর অফিসের একটি প্রতিনিধি দল উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় 'বিজিডিসিএল-৪' এর বিতরণ লাইন থেকে অবৈধভাবে একটি চুন কারখানায় গ্যাস সংযোগ স্থাপন করে চুন উৎপাদন কাজ অব্যাহত রাখতে দেখা গেছে। অবৈধ চুন কারখানায় অভিযান পরিচালনাকালে ১৩টি ফোকাস বার্নার পাওয়া যায়। যার মাধ্যমে প্রতিদিন অর্ধলাখ টাকার গ্যাস ক্ষতি হতো।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।