ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

খুলনার উপকূলীয় এলাকার অসহায় এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, সেপ্টেম্বর ১৬, ২০২৫
খুলনার উপকূলীয় এলাকার অসহায় এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খুলনা: খুলনায় ২৬ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “ইমপেক্ট ইনিশিয়েটিভ” সাহায্য সংস্থা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনার আল ফারুক সোসাইটির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে অর্থায়ন করেছে “মা ইন্টারন্যাশনাল”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি এতিম শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) খুলনা জেলা প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম।

মা ইন্টারন্যাশনালের খুলনা মহানগর ও জেলা প্রতিনিধি এবং কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক রায়হান কবির, সিনিয়র সহ সভাপতি,,যশোর এরিয়া প্রতিনিধি নাজমুল হোসেন,ঢাকার প্রতিনিধি মোঃ রাকিবুল হক হেলাল উদ্দীন,হায়দার আলী নিরু,আফসান মুহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, প্রত্যেকটি বাচ্চা একটি পরিস্ফুটিত ফুল হয়ে ওঠে। এজন্য দরকার সঠিক পরিকল্পনা। আমি আপনাদের আশ্বাস দিয়ে বলছি খারাপ ছাত্র বলে কিছু নেই। সকল কিছুর মূল হল পরিশ্রম। কঠোর পরিশ্রম করলে সেই ছাত্র অবশ্যই ভালো রেজাল্ট করবে। এজন্য আমাদের পরিশ্রম করা শেখাতে হবে। হাতের কাজ শেখাতে হবে। কেননা সম্পদ চুরি করা যায় কিন্তু কাজ শিখলে তা কেউ নিতে পারে না। কাজ জানা থাকলে স্বাবলম্বী হওয়া সহজ হয়। এ জন্য লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের হাতের কাজে দক্ষ করে গড়ে তুলতে হবে।

এ প্রোগ্রাম বাস্তবায়নের সাথে যারা জড়িত আছেন সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

বক্তারা বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো মহৎ কাজ, যা সমাজে মানবিক মূল্যবোধকে সমুন্নত করে।

মা ইন্টারন্যাশনালের খুলনা মহানগর ও জেলা প্রতিনিধি এস এ মুকুল জানান, প্রত্যেকটি এতিম শিশু ৫ থেকে ১৮ বছর পর্যন্ত এমন খাদ্যসামগ্রীসহ নানান সুযোগসুবিধা পাবে। এই সেবামূলক কাজ সহ বিভিন্ন কল্যাণকর কার্যক্রমও চলমান থাকবে।

মুকুল আরও জানান, উপকূলীয় অঞ্চলে ভেড়ি বাঁধ ভাঙ্গনের কবলে এবং জলোচ্ছ্বাসে প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যায় যখন মাইলের পর মাইল তলিয়ে যায় এবং ঘরবাড়িতে যখন লবণ পানি প্রবেশ করে ইমারজেন্সি খাদ্য সহায়তা নিয়ে ইম্প্যাক্ট ইনিসিয়েটিভ মুসলিম এইড অস্ট্রেলিয়ার মা এর সহযোগিতায় প্রচুর আ র্থীক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে থেকে মানবিক কল্যান কাজ করে যাচছে,,, এছাড়াও বানবাসীদের গৃহ নির্মাণ, অসহায় এতিম শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী কোরবানির প্রোগ্রাম, রমজান ফুড প্রোগ্রাম, আরফান এইড প্রোগ্রাম, জরুরি ত্রান,সুপেয় পানি সরবরাহ সহায়তা সহ নানান সামাজিক কাজের জন্য প্রচুর অর্থ সহায়তা প্রদান করে চলেছে।

উল্লেখ্য, সংস্থাটি শুধু খাদ্য সামগ্রী নয়, বরং এতিম শিশুদের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফি, চিকিৎসা সহায়তা, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আসছে।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।