ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, সেপ্টেম্বর ১৬, ২০২৫
শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে: দুলু বক্তব্য দিচ্ছেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর: ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরে নিজ বাসভবনে কমনওয়েলথ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হওয়ায় জেলা ছাত্রদল সদস্য শেখ রিফাদ মাহমুদকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, একটি জাতির উন্নতির মূল চাবিকাঠি হলো শিক্ষা। কোনো দেশকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। সেই আলোকে শেখ হাসিনা ভারতের নির্দেশনায় বাংলাদেশের কমলমতি ছেলে-মেয়েদের সঙ্গে প্রতারণা করে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন।

তিনি বলেন, বিএনপি এ দেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল। আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, কীভাবে নতুন প্রজন্মকে শিক্ষিত করে দেশকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাবে এবং কীভাবে দেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলবে—সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।


এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পাকিস্তানি সেনারা যেমন ১৯৭১ সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল, ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিএনপি আমলে দেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের সময়ে এমন পরিস্থিতি হয়েছে যে সাদা খাতা জমা দিলেও শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে, আর অল্প লিখলেই গোল্ডেন ফাইভ দেওয়া হতো।

নতুন প্রজন্মকে আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে এবং কলম হাতে নিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

দুলু আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ শুধু শিক্ষা ব্যবস্থাই ধ্বংস করেনি, তাদের নির্যাতনের কারণে গত ১৫ বছর ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দাঁড়াতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবর্তে সন্ত্রাস-নৈরাজ্য ভরপুর ছিল। কিন্তু আমরা চাই আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসমুক্ত পরিবেশে ফিরে আসুক। আমরা চাই কলম-বই হাতে নিয়ে বাংলাদেশ ছাত্রসমাজ এই দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুক এবং নিজেদের মেধা-যোগ্যতা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান তৈরি করুক ছাত্রদল নেতা-কর্মীরা।

তিনি বলেন, সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই বিষয়টি মাথায় রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। ওই কর্মসূচিতে আগামী দিনের বিশ্বমানের শিক্ষার সব দিকনির্দেশনা রয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা কর্মসূচির মধ্য দিয়েই শিক্ষিত ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ দলের নেতাকর্মীরা।

এ সময় নবনির্বাচিত কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ ও তার পিতা অধ্যক্ষ রাফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।