বেনাপোল (যশোর): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তী সরকার ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। যার প্রথম দিনে আটটি ট্রাকে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।
এদিকে সরকার নির্ধারিত প্রতি কেজি ইলিশ ভারতে রপ্তানি মূল্য ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ইলিশ রপ্তানি মূল্য দাঁড়ায় ১৫৬৩ টাকা।
এছাড়া ভারতে ইলিশ রপ্তানি করতে বেনাপোল কাস্টমস হাউজে কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট রাহাত ট্রেড লিমিটেড বেনাপোল, বাংলাদেশ থেকে ভরতে ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা ফিশ বেনাপোল।
ভারতের এসব ইলিশ আমদানি করছে কলকাতার জয় শন্তসী মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।
ইলিশ রপ্তানিতে সহায়তাকারী সিঅ্যান্ডএফ এজেন্ট রাহাত ট্রেড লিমিটেডের স্বত্বাধিকারীরা জিয়াউর রহমান জিয়া জানান, আজ (১৬ সেপ্টেম্বর) বিকেলে মৎস্য অধিদপ্তর থেকে ভারতে ইলিশ রপ্তানিতে ৩৭ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। প্রথম দিনে রাত ১টার দিকে আটটি ট্রাকে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ইলিশ রপ্তানি করা হবে।
ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের স্বত্বাধিকারী সাহাদুর রহমান খোকন জানান, সরকার তার প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমোদন দিয়েছে। প্রথম দিনে ৩০৬০ কেজি (৩ মেট্রিক টন) ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। সরকার আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানির সময় নির্ধারণ করে দিয়েছে। এ নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি ইলিশ ভারতে রপ্তানি করা হবে বলে তিনি জানান।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, আজ (১৬ সেপ্টেম্বর) থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ২০ দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির সময় নির্ধারণ করে দিয়েছে সরকার।
এসআই