যশোর: পাঁচটি সোনার বারসহ যশোরে একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে শহরতলীর মুড়লি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে উদ্ধার সোনার ওজন ছয়শ’ ৯৭ গ্রাম। মূল্য এক কোটি ১১ লাখ ৭৯ হাজার নয়শ’ ৭৪ টাকা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেট, নগদ টাকা এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারের পর আবু বকর সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল এই সোনা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করবেন।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
এসএইচ