ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, সেপ্টেম্বর ২০, ২০২৫
হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড় কুয়াশায় ঢাকা পঞ্চগড়

হিমালয় কন্যা খ্যাত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট হঠাৎ করেই কুয়াশায় ঢেকে পড়তে দেখা গেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা যায়।

সকাল ৮টা পর্যন্ত চারপাশ ঢেকে ছিল ধূসর সাদা আস্তরণে।  

দেখা গেছে, দিনের বেলায় আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে আসতে শুরু করেছে পাহাড়ি হিম বাতাস। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে। একইসঙ্গে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বলা যায় এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।

শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা শনিবার কমে গিয়ে ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি বলে জানায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

পঞ্চগড় সদর ইউনিয়নের হেলিপ্যাড এলাকার জাকির হোসেন বাংলানিউজকে বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। ব্যতিক্রম আবহাওয়া দেখে মনে হচ্ছে এবার অনেক আগে ভাগে শীত নামবে।

রুবেল ইসলাম বাংলানিউজকে বলেন, কয়েকদিন থেকে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশা নামতে দেখা গেছে। আজ সকালে চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেছে। তবে ৮টার পর সূর্যের মুখ দেখা যায়।

এদিকে ইজিবাইকচালক আমিরুল বাংলানিউজকে বলেন, গাড়ি নিয়ে সকালে বের হয়ে দেখি চারদিকে ঘন কুয়াশা। একইসঙ্গে খানিকটা ঠান্ডা আবহাওয়াও অনুভূত হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে জানান, মৌসুমের পরিবর্তন শুরু হয়েছে। ফলে ভোরে ও রাতে কুয়াশা পড়ছে এবং বাতাসে শীতের আমেজ অনুভূত হচ্ছে। প্রকৃতির এই রূপ বদল জানান দিচ্ছে উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা বইছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।