ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

‘অনৈক্যের ফাঁক গলে স্বৈরাচার ঢুকে গেলে এর জন্য আপনারা দায়ী থাকবেন’

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, সেপ্টেম্বর ২০, ২০২৫
‘অনৈক্যের ফাঁক গলে স্বৈরাচার ঢুকে গেলে এর জন্য আপনারা দায়ী থাকবেন’ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সম্মেলনে বক্তব্য রাখেন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: কিছু দলের রাজপথে আন্দোলনে নামার প্রসঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আলোচনার টেবিল থেকে রাজপথে চলে গেলেন। এই অনৈক্যের ফাঁক গলে যদি স্বৈরাচার ঢুকে যায় এর জন্য জাতি একদিন আপনাদের দায়ী করবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, দয়া করে স্বৈরাচারের ফেরত আসার পথ সুগম করবেন না। মনে রাখবেন, জাতীয় ঐক্য ৫ আগস্ট বা ৩৬ জুলাই দেখিয়েছে সারা দেশের মানুষ। ছাত্র-জনতার সঙ্গে সব রাজনৈতিক দল, যারা গণতন্ত্রকে ভালোবাসে, স্বৈরাচারের বিরুদ্ধে রাজনীতির মাঠে ছিল, তারা সবাই ঐক্যবদ্ধভাবে সেই দায়িত্ব পালন করেছে। আজকে এমন কী ঘটনা ঘটলো যে আলোচনার টেবিল থেকে আপনাদের লাফ দিয়ে রাজপথে চলে যেতে হলো? কেন আজকে এই অনৈক্য? এই অনৈক্য থেকে যদি বের হয়ে না আসতে পারেন, আর সেই ফাঁক দিয়ে যদি স্বৈরাচার ঢুকে যায়, এর জন্য একদিন জাতি আপনাদের দায়ী করবে। ’

তিনি আরও বলেন, ‘অনেকে অনেক কথা বলেন, কেউ বলছেন পিআর ছাড়া নাকি জাতীয় নির্বাচন হবে না এবং নির্বাচন পিআর পদ্ধতিতে না হলে শাসক স্বৈরাচারী হয়ে যায়। আমাদের জানতে ইচ্ছা করে যে, বাংলাদেশের সংবিধানে কোথাও কি স্বৈরাচার হওয়ার কথা লেখা ছিল? কিন্তু সংবিধানের তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে, যারা দিনের ভোট রাতে করেছে, যারা বিনা ভোটে নির্বাচন করেছে, যারা আমি-ডামি নির্বাচন করেছে, জনগণকে দেশের মালিক মনে না করে খালি আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য, প্রশাসন আর বিচার মন্ত্রণালয়ের কিছু সংখ্যক মানুষকে কব্জা করে দেশ শাসন করার চেষ্টা করেছে, দেশটাকে নিজের পৈত্রিক সম্পত্তির মতো ব্যবহার করার চেষ্টা করেছে, দোষ তো তাদের।

‘কাজেই আজকে স্বৈরাচারকে যদি রুখতে হয় তাহলে আমাদের রাজনৈতিক যে মানসিকতা, রাজনৈতিক যে কালচার সেটার মধ্যে পরিবর্তন করতে হবে এবং নিজের আমিত্ব থেকে বের হতে হবে। ’

মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেছেন জি কে গউছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন।

সম্মেলনের শুরু হওয়ার আগে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

বিবিবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।