ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কুরিয়ারে কয়েলের বক্সে ইয়াবা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫০, সেপ্টেম্বর ২৩, ২০২৫
ঠাকুরগাঁওয়ে কুরিয়ারে কয়েলের বক্সে  ইয়াবা  ইয়াবা ট্যাবলেট গণনা করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা

ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এই ইয়াবার চালানটি জব্দ করা হয়।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি কার্টনে করে কয়েলের প্যাকেটের সঙ্গে ইয়াবা ট্যাবেল ঠাকুরগাঁওয়ে পাঠায়। তবে যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিকবার কল দিলেও ফোনটি সুইচ অফ পাওয়া যায়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরসালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে সবার উপস্থিতিতে কার্টন খুলে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়৷ 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরসালিন তুরাগ জানান, ইয়াবা ট্যাবলেটের একটি চালান জব্দ করা হয়েছে। তবে কে কার কাছে এই চালান পাঠালো বিষয়টি তদন্ত করার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ