ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

হতদরিদ্র ১৯ পরিবারকে যশোর জামায়াতের ছাগল ও সেলাইমেশিন প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, অক্টোবর ১৪, ২০২৫
হতদরিদ্র ১৯ পরিবারকে যশোর জামায়াতের ছাগল ও সেলাইমেশিন প্রদান যশোরে হতদরিদ্রদের মাঝে ছাগল ও সেলাইমেশিন বিতরণ করেছে জামায়াতে ইসলামীর পেশাজীবী থানা

যশোর: জামায়াতে ইসলামী যশোর পেশাজীবী থানার উদ্যোগে সমাজের পিছিয়েপড়া হতদরিদ্র ১৯টি পরিবারকে ১৪টি ছাগল ও পাঁচটি সেলাইমেশিন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে দলের জেলা কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।


 
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী যশোর জেলা পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যশোর শহর নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসাইন, ব্যবসায়িক ফোরামের যশোর জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম, রবিউল ইসলাম, আব্দুর রহমান বাবলু, আনোয়ার সাদাত এবং ইসরাফিল হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন পেশাজীবী থানা অফিস সেক্রেটারি গাউসুল আজম।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।