মাদারীপুর জেলার শিবচরে একটি শিশু শিক্ষালয়ের পাশে টিনশেড ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ৭১ সড়ক সংলগ্ন কবির মেহেরুন শিশু শিক্ষালয়ের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা হঠাৎ পোড়া গন্ধ টের পান। এরপর মুহূর্তেই বিদ্যালয় ভবনের সঙ্গে লাগোয়া একটি টিনশেড ঘরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন ছড়িয়ে পড়লে পুরো স্কুলটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে শিশু শিক্ষার্থীদের বাইরে বের করে আনা হয়। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ঘরটিতে ব্যানার-ফেস্টুনের জন্য কাঠের ফ্রেম তৈরি করা হতো এবং তৈরি ফেস্টুনও সেখানে রাখা ছিল। আগুনে বিদ্যালয়ের ভবনের এক পাশ ঝলসে যায়। তবে শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
কবির মেহেরুন শিশু শিক্ষালয়ের শিক্ষক আজিম বলেন, হঠাৎ প্লাস্টিকের গন্ধ, ধোঁয়া ও আগুনের শিখা দেখা দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এর আগেই আমরা শিশুদের নিরাপদে বের করে আনি।
পাশের ভবনের বাসিন্দা শাহজালাল হাওলাদার বলেন, বাসায় শুয়ে থাকার সময় হঠাৎ শিশুদের কান্নার শব্দ শুনে বাইরে বের হয়ে দেখি বিদ্যালয়ের পাশে একটি ঘরে আগুন জ্বলছে।
ব্যানার-ফেস্টুন তৈরি প্রতিষ্ঠান কনফিডেন্স মিডিয়া সেন্টারের মালিক শহিদুল ইসলাম জানান, এখানে শুধু কাঠের ফ্রেম তৈরি করে রাখা হতো। তবে বুধবার শ্রমিকরা কাজে যাননি। হঠাৎ খবর পাই কারখানায় আগুন লেগেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রায় ৪০-৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে কীভাবে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে কিছুই জানেন না।
শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জায়েদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত নেই।
এসআরএস