লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ভবনের চতুর্থ তলার সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে জান্নাত আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
নিহত জান্নাত রামগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে। তারা রামগঞ্জ দক্ষিণ বাজারে একটি চারতলা বিশিষ্ট ভবনের চারতলায় ভাড়া থাকেন।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে সিঁড়ির পাশের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর বারি বলেন, সিসিটিভি ফুটেজের ভিডিও দেখা গেছে, শিশুটি খেলতে গিয়ে সিঁড়ির ফাঁক দিয়ে নীচে পড়ে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই।
আরএ