ঢাকা, বুধবার, ১৩ কার্তিক ১৪৩২, ২৯ অক্টোবর ২০২৫, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নওগাঁয় রাতের খাবার খেয়ে মাদরাসার অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, অক্টোবর ৮, ২০২৫
নওগাঁয় রাতের খাবার খেয়ে মাদরাসার অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে নওগাঁয় রাতের খাবার খেয়ে মাদরাসার অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার ‘আল-জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়াহ’ মাদরাসার অর্ধশতাধিক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।  

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অসুস্থ শিক্ষার্থীদের বয়স আট থেকে ২০ বছরের মধ্যে। তারা হেফজ, কুতুবখানা ও পাঠাগার বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে এক হাজার ৬০০ জন আবাসিক শিক্ষার্থী রয়েছেন। এছাড়া শিক্ষক-কর্মচারী আছে প্রায় শতাধিক। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও খাবার খেয়ে ঘুমাতে যান শিক্ষার্থীরা। মাঝরাত থেকে কিছু শিক্ষার্থী পেটে ব্যথা অনুভব করতে শুরু করেন। পরে তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়। এভাবে ওই রাতেই ২০ জন শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর একে একে সারাদিনে ৪৩ জন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আজ থেকে আগামী ১০ দিনের জন্য মাদরাসা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের গত মঙ্গলবার রাতে ভাতের সঙ্গে সবজি, মাছের তরকারি ও ডাল দেওয়া হয়। শিক্ষার্থীদের পাশাপাশি একই খাবার মাদরাসার আবাসিক এক হাজার ৬০০ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা খেয়েছেন। ধারণা করা হচ্ছে, ডাল অথবা তরকারিতে কোনোভাবে বিষক্রিয়া হয়েছে। খাবার খাওয়ার পর থেকে অনেক শিক্ষার্থীই অসুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট ৬৩ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজির আহমেদ বলেন, খাবার খাওয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর অসুস্থতার লক্ষণ একই রকম। ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে তারা সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ