ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাদক মামলায় যশোরে ট্রাকচালকের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, অক্টোবর ৮, ২০২৫
মাদক মামলায় যশোরে ট্রাকচালকের যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত খায়রুল ইসলাম

যশোর: মাদক মামলায় একজন ট্রাকচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (০৮ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জুয়েল অধিকারী এই রায় ঘোষণা করেন।

এপিপি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত খায়রুল ইসলাম যশোর সদর উপজেলার ইছাপুর নারাঙ্গালী গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে। ঘটনার সময় তিনি ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর মাঠপাড়ায় বসবাস করতেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ মার্চ ভোরে যশোর শহরের ধর্মতলা এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে ট্রাকচালক খায়রুল ইসলামকে আটক করেন সদর ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম।  

ওই সময় তল্লাশি চালিয়ে চালকের সিটের পেছনে থাকা একটি বাক্সের ভেতরে প্লাস্টিকের বস্তায় ভরা পাঁচশ’ ৫০টি ফেনসিডিল উদ্ধার করা হয়।

এই ঘটনায় টিএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছিলেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা এসআই তোফায়েল আহমেদ ওই বছরের ৫ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে বিচারক জুয়েল অধিকারী আসামি খায়রুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণাকালে আসামি খায়রুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।