ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

দুই কোটি টাকার সোনার বারসহ যশোরে একজন আটক  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, অক্টোবর ৮, ২০২৫
দুই কোটি টাকার সোনার বারসহ যশোরে একজন আটক   দুই কোটি টাকার সোনার বারসহ যশোরে একজনকে আটক করেছে বিজিবি

যশোর: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রায় দুই কোটি টাকা মূল্যের নয়টি সোনার বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে একজনকে আটক করেছেন।

বুধবার (০৮ অক্টোবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি ক্যাম্পের টহল দল।

সেখান থেকে মনিরুজ্জামানকে আটক করা হয়। তিনি পুটখালী গ্রামের কাদের আলীর ছেলে।  

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বিজিবি সদস্যরা পুটখালী উত্তরপাড়ায় অভিযান চালান। এসময় মনিরুজ্জামানকে সোনার বারসহ হাতেনাতে আটক হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার সোনার বারের মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। জব্দ  সোনা যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।