ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নবীগঞ্জে ৬ পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, অক্টোবর ৮, ২০২৫
নবীগঞ্জে ৬ পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪ আহত পুলিশ সদস্য

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে ছয় পুলিশ সদস্যকে মারপিট করে চুরির মামলার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান তালুকদার মামলাটি করেন।

মঙ্গলবার ঘটনা ঘটার পর রাতেই অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি মামুন, তার মা শাহেনা বেগম, ভাই জুবেদ মিয়া ও বোন মেঘনা আক্তারকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, নবীগঞ্জ থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাত ১০টায় শহরের আনমনু এলাকায় অভিযান চালিয়ে সোহেল নামে চুরির মামলার এক আসামিকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করতে নোয়াপাড়া এলাকায় গিয়ে হামলার শিকার হয় পুলিশের দলটি।

ওসি বাংলানিউজকে বলেন, আসামি সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে মামুন ও রুমন নামে আরও দুজনকে ধরতে গেলে তাদের সহযোগীরা আমাদের ওপর হামলা চালান। কনস্টেবল ইমরানের চোখের নিচে দায়ের কোপ লেগেছে। তারা বাবুল ও রুমনকে ছিনিয়ে নেন। তবে সোহেলকে গ্রেপ্তার করার পর থানায় আনা হয়েছে।  

আহত পুলিশ সদস্যদের মধ্যে ইমরানকে গুরুতর অবস্থায় সিলেটে পাঠানো হয়। বাকিরা চিকিৎসা নিয়েছেন।  

আহত পুলিশ সদস্যদের মধ্যে, এসআই মেহেদী, আইনুল হক এবং এএসআই মোশাররফ হোসেন রয়েছেন।

সন্ধ্যায় ওসি বাংলানিউজকে বলেন, ছিনিয়ে নেওয়া এক আসামিসহ গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।