জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ সদস্য।
বুধবার (০৮ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর শহরের সওদাগর পাড়া এলাকায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এদিকে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ভোরে ফের অভিযান চালিয়ে আটক করা হয়েছে অভিযুক্ত মাদকবিক্রেতা লিটন মিয়াকে।
আহত দুই পুলিশ সদস্য হলেন-বকশিগঞ্জ থানার উপ-পরিদর্শক রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সওদাগর পাড়া এলাকায় মাদকবিক্রেতা লিটন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর হামলা চালায় স্থানীয়রা। এসময় আহত হয় দুই পুলিশ সদস্য ও ছিনিয়ে নেওয়া হয় লিটন মিয়াকে। কিছু সময় পর সেই এলাকা আবারও অভিযান চালিয়ে হামলাকারীদের মধ্যে দুইজনকে আটক করে পুলিশ। এছাড়া বৃহস্পতিবার ভোরে ফের অভিযান চালিয়ে আটক করা হয় প্রধান অভিযুক্ত লিটন মিয়াকে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা ও মাদকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা করা হবে। আসামিদের আজই আদালতে পাঠানো হবে।
আরএ