ঢাকা, বুধবার, ১৩ কার্তিক ১৪৩২, ২৯ অক্টোবর ২০২৫, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সাংবাদিক ইউনিয়ন যশোরের ভোট ১৯ অক্টোবর, ৮ পদে প্রার্থী ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, অক্টোবর ৯, ২০২৫
সাংবাদিক ইউনিয়ন যশোরের ভোট ১৯ অক্টোবর, ৮ পদে প্রার্থী ১৬ সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা: ফাইল ছবি

যশোর: আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের আট পদের প্রতিটিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।

মোট প্রার্থী ১৬ জন।

নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের সদস্যদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং সাধারণ সদস্যদের উপস্থিতিতে সরগরম থাকছে প্রেসক্লাব যশোরের অভ্যন্তরে সাংবাদিক ইউনিয়ন যশোর কার্যালয়। প্রার্থীরা ছুটছেন ডেস্কগুলোয় ভোটারদের সাথে দেখা করতে।

নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদের প্রার্থীরা হলেন বর্তমান সভাপতি কালেরকণ্ঠ’র ব্যুরো প্রধান আকরামুজ্জামান এবং সাবেক সভাপতি নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার এম আইউব।  

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের এস এম ফরহাদ ও দৈনিক স্পন্দনের মুর্শিদুল আজিম হিরু প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

এছাড়া. সহসভাপতি পদে বিএম আসাদ এবং কাজী রকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে এম এ আর মশিউর ও গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ও শেখ জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ পদে তরিকুল ইসলাম তারেক ও মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক  পদে ওয়াহিদুজ্জামান মিলন ও মাহবুবুর রহমান মোহন এবং কার্যনির্বাহী সদস্য পদে এম এ রহমান ও হানিফ ডাকুয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (০৯ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সভাপতি ও সহসভাপতি পদ থেকে দুজন প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার পর নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
 
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাজী আশরাফুল আজাদ বাংলানিউজকে জানিয়েছেন, জেলার পেশাদার সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলনের প্রধানতম সংগঠন সাংবাদিক ইউনিয়ন যশোর।  

পরিবর্তিত পরিস্থিতিতে সংগঠনের সদস্যদের মাঝে নির্বাচন নিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি আশা প্রকাশ করেন শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোট গণনা শুরু হবে। গণনা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ