ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, অক্টোবর ৯, ২০২৫
রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আটক আরফান আলী

রাঙামাটি: রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ব্যবসায়ী আরফান আলীকে আটক করেছে পুলিশ।
 
বুধবার (০৮ অক্টোবর) রাতে জেলা শহরের বনরূপা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাঙামাটি আদালতে তাকে পাঠানো হয়েছে।

আটক আরফান আলী রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক কমিটির সহ-সভাপতি। বর্তমানে তিনি কাঠের ব্যবসা এবং ঠিকাদারি করেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগের সাবেক নেতা আরফান আলী পলাতক ছিলেন। বুধবার রাতে হঠাৎ বনরূপা শহরে আসেন তিনি। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  

এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।