খুলনা: খুলনার দাকোপের ঢাকী নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ায় দুর্বিষহ দিন কাটছে হাজারও মানুষের। অস্বাভাবিক জোয়ারে মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে দাকোপ উপজেলার ৩০ নং পোল্ডারের অধীন তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির সংলগ্ন বাঁধ ভেঙে যায়।
এলাকাবাসী জানান, দুই বছর আগে আম্ফানসহ প্রাকৃতিক দুর্যোগে বাঁধটি ক্ষতিগ্রস্ত হলেও তা সংস্কার শেষ না হওয়ায় ফের সেটি ভেঙে গেছে।
এদিকে খুলনা জেলা প্রশাসক মো. তৌহিদুর রহমান বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
বেড়িবাঁধ ভেঙে ঘরের মধ্যে হাঁটু সমান জল বলে দাবি করেন ঢাকী নদীর ভাঙ্গন কবলিত দাকোপের বটবুনিয়ার মহেশ্বরী ঢালী।
ভাঙনের পর বুধবার সকাল থেকে স্থানীয় জনসাধারণ ও পাউবোর উদ্যোগে ভাঙা অংশে বালি ভর্তি জিও টিউব দিয়ে বাঁধ নির্মাণের চেষ্টা করা হচ্ছে। তবে নদীর প্রবল জোয়ার থাকায় তা ব্যর্থ হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, বাঁধ বেঙে যাওয়ার পর তাৎক্ষনিক জিও টিউব দিয়ে মেরামতের চেষ্টা করা হয়। পানিতে উচ্চ জোয়ার থাকায় দুইবার যে জিও টিউব দেওয়া হয়েছে তা ভেসে গেছে। বিকেলে আবার ভাটায় কাজ শুরু হবে। আমরা পর্যাপ্ত বালি ও জিও টিউব সরবরাহ রেখেছি। এছাড়া স্থানীয় লোকজনকে নিয়ে রাতের জোয়ারের আগে যেন বাঁধ মেরামত করা যায় সে চেষ্টা করা হচ্ছে। নদীর এ অংশের একটি বাক রয়েছে। যার কারণে এখানে ভাঙ্গনের মাত্রা বেশি। নদীর ওপারে চর জমেছে। আর এ পারে ভাঙছে।
এমআরএম