সিরাজগঞ্জ: খালার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে মায়ের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানে করে নানির বাড়ি যাওয়ার পথে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় ভাইবোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বোন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ-নওগাঁ আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাড়াশ পৌর সদরের দক্ষিণ পাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১০), তার আট মাস বয়সী বোন মারুফা খাতুন তুবা এবং কোহিত মহল্লার মৃত বাহাদুর আলীর ছেলে অটোভ্যানচালক হাইপোত আলী ওরফে মুকুল (৪৫)। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে রফিকুল ইসলামের আরেক মেয়ে মালেছা খাতুন (৬)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, সকাল ৯টার দিকে মা জান্নাতি খাতুন তার তিন সন্তানকে নিয়ে তাড়াশ থেকে অটোভ্যানে নওগাঁর দিকে যাচ্ছিলেন। তাদের পেছনে একটি গরুবোঝাই নসিমন ছিল। উলিপুর ব্রিজের কাছে পৌঁছালে নসিমনটির ব্রেক ফেল করে অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোভ্যানচালক মুকুল নিহত হন এবং আহত হন যাত্রী জান্নাতি খাতুন ও তার তিন সন্তান। তাদের মধ্যে জনি ও তুবাকে গুরুতর অবস্থায় তাড়াশ ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। পরে সিরাজগঞ্জে নেওয়ার পথে তুবারও মৃত্যু হয়। আর মালেছা হাসপাতালে ভর্তি রয়েছে।
ওসি আরও জানান, নসিমনটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটকের চেষ্টা চলছে।
** তাড়াশে ভটভটির ধাক্কায় শিশুসহ দুজন নিহত
এসআরএস