ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চা বাগানের ভেতরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, অক্টোবর ১৮, ২০২৫
চা বাগানের ভেতরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা সড়কে ফেলে রাখা গাছ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক আটকে ডাকাতির উদ্দেশ্যে গাছ কাটার সময় পুলিশ ও বিজিবির ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাতদল।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুরমা চা বাগান গেট এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

ডাকাতদের ধরতে বাগানের ভেতরে যৌথ অভিযান চলছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যা বলেন, “ডাকাতির উদ্দেশ্যে রাস্তা আটকানোর জন্য ডাকাতদল গাছ কাটছিল। ঘটনা টের পেয়ে থানার টহল দল এগিয়ে গেলে তারা দৌড়ে চা বাগানের ভেতরে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। ”

তিনি আরও বলেন, “কাটা গাছগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। কতজন ডাকাত ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের ধরতে চা বাগান এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। ”

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।