ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নড়াইলে কচুরিপানার ভেতর মিললো মানুষের কঙ্কাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, অক্টোবর ১৯, ২০২৫
নড়াইলে কচুরিপানার ভেতর মিললো মানুষের কঙ্কাল

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় বিলের কচুরিপানার ভেতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।  

শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিলের কচুরিপানার মধ্য থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে হলদা গ্রামের একজন কৃষক জমিতে বনমরা ওষুধ ছিটাতে যান। এক পর্যায়ে কচুরিপানার ভেতরে মানুষের হাড় দেখতে পান। পরে স্থানীয়রা খবর পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করে কচুরিপানার নিচে আরো কিছু কঙ্কাল খুঁজে পান।  

রাতে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করে। তবে কঙ্কালটি নারী নাকি পুরুষের সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কঙ্কালের পরিচয় শনাক্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।