ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নির্বাচন প্রলম্বিত করতে আগুন লাগানো হচ্ছে: শামসুজ্জামান দুদু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, অক্টোবর ১৯, ২০২৫
নির্বাচন প্রলম্বিত করতে আগুন লাগানো হচ্ছে: শামসুজ্জামান দুদু

চুয়াডাঙ্গা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন প্রলম্বিত করা হয়েছে। এখন চারদিকে আগুন লাগানো হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করা হচ্ছে।

তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপিকেই বিজয়ী করাতে হবে।

রোববার (১৯ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনমিয়কালে একথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, একটি পাল্টা শক্তি নানাভাবে নানা মুখরোচক কথা প্রচার করছে। কেউ কেউ বলছে তাদের সেই মার্কায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে। অথচ, এক আল্লাহ ছাড়া বেহেস্তের মালিক কেউ না। এমন মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের সর্বনাশ হবে বলেও মন্তব্য করেন তিনি।  

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।