দিনাজপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) দেখাক যে কোন আইনে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না।
দলীয় প্রতীক হিসেবে শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ব্যাপারে তিনি বলেন, আমাদের দেখাক (ইসি) যে কোন আইনের ভিত্তিতে শাপলা প্রতীক কোনো একটি রাজনৈতিক দলকে বা এনসিপিকে বরাদ্দ দেওয়া যাবে না।
এনসিপি জুলাই ঘোষণাপত্রের মতো নামমাত্র কাগজে জুলাই সনদ চায় না বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে এনসিপির দিনাজপুর জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো তাড়া আছে জুলাই সনদ স্বাক্ষরে। এ তাড়ার ভিত্তিতে সবার অংশগ্রহণের বিষয় চিন্তা না করে সনদ স্বাক্ষর হয়েছে।
যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না, তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না। শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে, আর এটাতে অন্যায় করা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপি দিনাজপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফয়সল করিম সোহেব।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ড. আব্দুর আহাদসহ দিনাজপুরের ১৩ উপজেলার এনসিপি নেতাকর্মীরা।
এসআই