ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য প্রকাশ

ঢাকা: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) গত ১১ মার্চ পর্যন্ত ৮টি মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করেছে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


 
জানা যায়, গত ১১ মার্চ পর্যন্ত বাজার দরের ওপর ভিত্তি করে ১০ টাকা ফেস-ভ্যালুর আইসিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে এক হাজার ৪০৩ দশমিক ৮৪ টাকা, আইসিবি দ্বিতীয় ২৯২ দশমিক ৯৪ টাকা, আইসিবি তৃতীয় ৩২৫ দশমিক ৩৫ টাকা, আইসিবি চতুর্থ ২৮৮ দশমিক ৯১ টাকা, আইসিবি পঞ্চম ২৪৯ দশমিক ৮৯ টাকা, আইসিবি ষষ্ঠ ৬৪ দশমিক ৭৪ টাকা, আইসিবি সপ্তম ১১৯ দশমিক ০১ টাকা এবং আইসিবি অষ্টম ৭৯ দশমিক ৬১ টাকা।
 
অন্যদিকে গত ১১ মার্চ পর্যন্ত উৎপাদন দরের (কস্ট প্রাইজ) ওপর ভিত্তি করে ১০ টাকা ফেস-ভ্যালুর আইসিবি ইউনিট প্রতি প্রথম মিউচ্যুয়ালফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৪৫ দশমিক ৫৮ টাকা, আইসিবি দ্বিতীয় ১০২ দশমিক ০৪ টাকা, আইসিবি তৃতীয় ৬৭ দশমিক ০৩ টাকা, আইসিবি চতুর্থ ৭২ দশমিক ৯৭ টাকা, আইসিবি পঞ্চম ৫০ দশমিক ৮১ টাকা, আইসিবি ষষ্ঠ ২৭ দশমিক ৬৩ টাকা, আইসিবি সপ্তম ৩৬ দশমিক ৮৮ টাকা এবং আইসিবি অষ্টম ৩১ দশমিক ৩০ টাকা।
 
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।