ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একীভূত হলো তিতাস স্পিনিং ও সালেক টেক্সটাইল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
একীভূত হলো তিতাস স্পিনিং ও সালেক টেক্সটাইল

ঢাকা : মালেক স্পিনিংয়ের দুই সহযোগী প্রতিষ্ঠান তিতাস স্পিনিং অ্যান্ড ডেনিম (টিএসডিএল) এবং সালেক টেক্সটাইলস লিমিটেড (এসটিএল) একীভূত হয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



কোম্পানিটি জানিয়েছে, গত ৫ মার্চ উচ্চ আদালত এ বিষয়ে একটি আদেশ দিয়েছে।

ওই আদেশ অনুযায়ী গত ৩১ মার্চ থেকে প্রতিষ্ঠান দুটির একীভূতকরণ কার্যকর হয়েছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠান দুটির একীভূত হওয়ার প্রস্তাব অনুমোদন দেয়।

তিতাস স্পিনিং অ্যান্ড ডেনিম কোম্পানির পরিশোধিত মূলধন ৩৮ কোটি টাকা ও সালেক স্পিনিংয়ের ৪০ কোটি টাকা।

মূল কোম্পানি মালেক স্পিনিংয়ের কাছে তিতাস স্পিনিংয়ের ৩৭ কোটি ৯৯ লাখ শেয়ার ও সালেক টেক্সটাইলের ৩৯ কোটি ১০ হাজার শেয়ার রয়েছে।

বাংলাদেশ সময় : ১৪৪৮ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।