ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পদ্মা সিমেন্টের পরিচালকদের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
পদ্মা সিমেন্টের পরিচালকদের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট

ঢাকা: বিলুপ্ত হতে যাওয়া পুঁজিবাজারের ওভার দি কাউন্টার মার্কেটের (ওটিসি) কোম্পানি পদ্মা সিমেন্টের পরিচালকদের অবস্থান জানতে চেয়েছেন উচ্চ আদালত।
 
আগামী তিন সপ্তাহের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি),  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কর্তৃপক্ষকে পরিচালকদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাতে বলা হয়েছে।



সোমবার বিচারপতি এম আর হাসানের একক বেঞ্চ এ নির্দেশ দেন।
 
কোম্পানি অবসায়নের জন্য পদ্মা সিমেন্টের পক্ষ থেকে আবেদন করা হলে আদালত তা গ্রহণ করে। পরবর্তী সময়ে অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অবসায়ক হিসেবে আইনজীবি মো. মোকছেদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

এছাড়া গত ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের কোম্পানি কোর্টের ম্যাটার নং-৫৩/২০১২ অনুযায়ী সংশ্লিষ্ট পাওনাদারদের দাবিনামা দাখিলের আদেশ দেওয়া হয়।
 
সোমবার পদ্মা সিমেন্টের অবসায়নের বিষয়ে শুনানি চলাকালে আদালত কোম্পানির পরিচালকদের বর্তমান অবস্থান সম্পর্কে বিএসইসি, ডিএসই এবং সিএসইকে বিস্তারিত প্রতিবেদন দিতে বলে। আগামী তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন পাওয়ার পর পদ্মা সিমেন্টের অবসায়নের বিষয়ে চূড়ান্ত আদেশ দেওয়া হবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশের ইতিহাসে আদালতের মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির অবসায়ন প্রক্রিয়া এটিই প্রথম।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।