ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

জ্বালানি খাতে অন্তর্ভুক্ত হতে চায় সিভিও পেট্রো কেমিক্যাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
জ্বালানি খাতে অন্তর্ভুক্ত হতে চায় সিভিও পেট্রো কেমিক্যাল

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড কর্তৃপক্ষ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে খাত পরিবর্তনের আবেদন জানিয়েছে।
 
আবেদন অনুযায়ী কোম্পানিটি খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্থানান্তর হওয়ার ইচ্ছা পোষণ করেছে।


 
সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসি’র চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের কাছে পাঠানো হয়েছে।
 
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমরা খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্থানান্তর হতে চাই। গত ২০১০ সাল থেকে আমরা যে পণ্য উৎপাদন করছি তা খাদ্য ও আনুষঙ্গিক খাতের আওতায় পড়ে না। তাই আমরা কোম্পানিটির খাত পরিবর্তন করার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে আমরা ২০১১ সালে খাত পরিবর্তনের জন্য ফি জমা দিয়েছি।
 
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২ এপ্রিল শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আমাদের প্লান্ট উদ্বোধন করেন।
 
জানা গেছে, গ্যাস ফিল্ডের নির্গত তরল থেকে পরীক্ষামূলক জ্বালানি উৎপাদনের লক্ষ্যে কনডেনসেট প্ল্যান্ট উদ্বোধন করেছে সিভিও পেট্রো কেমিক্যাল। পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে সম্পন্ন হলে পূর্ণ জ্বালানি উৎপাদনে যাবে কোম্পানিটি।

গ্যাস ফিল্ডের নির্গত তরল থেকে প্রতিদিন ১৫০ মেট্রিক টন জ্বালানি তেল উৎপাদন করবে কোম্পানিটি।

তবে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র পেয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।