ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ছয় কর্মদিবস পর কমেছে সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
ছয় কর্মদিবস পর কমেছে সূচক

ঢাকা: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা ছয় কার্যদিবস পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচক কমেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৬ পয়েন্টে স্থির হয়।

এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৭০৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে দাঁড়ায়।

রোববার লেনদেনের শুরুতে মূল্যসূচক বাড়ে। তবে তা ২০ মিনিটের বেশি স্থায়ী হয়নি। এর পরই কমতে থাকে সূচক।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৯ পয়েন্ট হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৭১৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৭ পয়েন্টে দাঁড়ায়।

এরই ধারাবাহিকতায় দুপুর ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৬৮ পয়েন্ট নেমে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৭০৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৩ পয়েন্ট হয়।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

লেনদেন হয়েছে মোট ৪৩৩ কোটি ৮৪ লাখ ৫২ হাজার টাকা। আগের কার্যদিবস গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৭৩ কোটি টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- অলিম্পিক, গ্রামীণফোন, হাইডেলবার্গ সিমেন্ট, এমজেএল বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, বাটা সু, লাফার্জ সুরমা, বেঙ্গল উইন্ডসোর, রেনেটা ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৭৪ পয়েন্ট কমে ৯ হাজার ১০ পয়েন্টে নেমে আসে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৮০ পয়েন্ট কমে ১২ হাজার ১৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩০ কোটি ১২ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১৪৪ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৪/আপডেটেড ১৪৪১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।