ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

১১ টাকা দর বেড়ে টপ গেইনারে ইস্টার্ন ক্যাবল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ৮, ২০১৪
১১ টাকা দর বেড়ে টপ গেইনারে ইস্টার্ন ক্যাবল

ঢাকা : প্রকৌশল খাতের ইস্টার্ন ক্যাবল কোম্পানি লিমিটেডের শেয়ার দর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সবচেয়ে বেশি বেড়েছে।

এদিন কোম্পানিটির প্রতি শেয়ারের দর বেড়েছে ১১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ।

  দিনভর ইস্টার্ন ক্যাবলের শেয়ার দর ১২১ টাকা ৯০ পয়সা থেকে ১৩১ টাকায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ১৩১ টাকায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল মুন্নু জুট স্ট্যাফলার্স। কোম্পানির শেয়ার দর ২৫ টাকা বা ৭ দশমিক ৯৪ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৪০ টাকায়। দিনভর এ শেয়ারের দর ৩১৫ টাকা ৬০ পয়সা থেকে ৩৪০ টাকায় ওঠানামা করে।

এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল লিবরা ইনফিউশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, পঞ্চম ন্যাশনাল টিউব, ষষ্ঠ আইসিবি এএমসিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, সপ্তম উসমানিয়া গ্লাস, অষ্টম রেকিট বেনকিজার, নবম মতিন স্পিনিং ও দশম ইস্টার্ন হাউজিং।

বাংলাদেশ সময় : ১৮২১ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।