ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নামলো ডিএসইর সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মে ১১, ২০১৪
সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নামলো ডিএসইর সূচক

ঢাকা:  দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের সঙ্গে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দর কমেছে। তবে আগের কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৮ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৬৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৪ পয়েন্টে দাঁড়ায়।

রোববার লেনদেনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় ডিএসইর মূল্যসূচক কমে। এর ধারাবাহিকতা দিনভর অব্যাহত ছিল।

বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৯ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৬৪৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৪ পয়েন্টে স্থির হয়।

দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৪৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৪ পয়েন্টে অবস্থান করে। এভাবেই শেষ হয় দিনের লেনদেন।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

লেনদেন হয়েছে মোট ৩৭৮ কোটি ৫৭ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩৪৮ কোটি ১৪ লাখ টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- হাইডেলবার্গ সিমেন্ট, বিএসসিসিএল, এমারেল্ড ওয়েল, মতিন স্পিনিং, ওরিয়ন ফার্মা, এএফসি অ্যাগ্রো, ফার্মা এইড, লাফার্জ সুরমা, ওরিয়ন ইনফিউশন ও গ্রামীণফোন ।

এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ৮৬ পয়েন্ট কমে ৮ হাজার ৬৭৬ পয়েন্টে নেমে আসে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩১ পয়েন্ট কমে ১১ হাজার ৪৬৬ পয়েন্টে স্থির হয়।

এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

লেনদেন হয়েছে মোট ২৭ কোটি ৬৪ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১৩১২ ঘণ্টা, মে ১১, ২০১৪/আপডেটেড  ১৪৪৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।