ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সিভিও পেট্রো কেমিক্যাল জ্বালানি খাতে স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মে ১১, ২০১৪
সিভিও পেট্রো কেমিক্যাল জ্বালানি খাতে স্থানান্তর

ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড এখন থেকে জ্বালানি খাতের কোম্পানি হিসেবে বিবেচিত হবে।
 
সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ কোম্পানিটির খাত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, আগে কোম্পানিটি ভেজিটেবল অয়েল উৎপাদন করতো। কিন্তু এখন কোম্পানিটি পেট্রো কেমিক্যাল রিফাইনারি প্ল্যান্ট স্থাপন করেছে এবং শিগগির বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।
 
এছাড়া কোম্পানিটি এখন থেকে বিদ্যমান ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আগামী ১২ মে থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
 
এর আগে কোম্পানি কর্তৃপক্ষ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে খাত পরিবর্তনের আবেদন জানিয়েছিল।
 
জানা গেছে, গ্যাস ফিল্ডের নির্গত তরল থেকে পরীক্ষামূলক জ্বালানি উৎপাদনের লক্ষ্যে কনডেনসেট প্ল্যান্ট উদ্বোধন করেছে সিভিও পেট্রো কেমিক্যাল। পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে সম্পন্ন হওয়ায় পূর্ণ জ্বালানি উৎপাদন করছে কোম্পানিটি। গ্যাস ফিল্ডের নির্গত তরল থেকে প্রতিদিন ১৫০ মেট্রিক টন জ্বালানি তেল উৎপাদন করবে কোম্পানিটি।
 
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।