ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

মোদী হাওয়ায় ভারতের শেয়ারবাজারে রেকর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, মে ১৩, ২০১৪
মোদী হাওয়ায় ভারতের শেয়ারবাজারে রেকর্ড

কলকাতা: নির্বাচনে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়লাভ করার সম্ভাবনায় রেকর্ড উত্থান হলো ভারতীয় শেয়ারবাজারে।

মঙ্গলবার বাজার খোলার প্রায় সঙ্গে সঙ্গেই মুম্বাই শেয়ারবাজারের সূচক সেনসেক্স ২৪ হাজার পয়েন্টে পৌঁছে।

এছাড়া ন্যাশনাল স্টক একচেঞ্জের (এনএসই) নিফটি সূচক টপকে যায় ৭ হাজার পয়েন্ট।   এটিই ভারতীয় শেয়ারবাজারের সর্বোচ্চ উত্থান।

মূলত ব্যাংক, পরিকাঠামো, জ্বালানি তেল, খুচরা ব্যবসা, ধাতু, বিদ্যুৎ উৎপন্নকারী সংস্থার শেয়ারগুলোর দাম বেড়েছে।

বিজেপি আসার পরে  সরকার জোর দেবে উন্নয়ন, পরিকাঠামো, বিলগ্নীকরণ এই আশাতে সূচক বাড়ছে বলে মনে করছেন শেয়ারবাজার বিশেষজ্ঞরা।

আপর দিকে বুথ ফেরত সমীক্ষা আসার পরেই কিছুটা বেড়েছে রুপির দাম। এক ডলারের অনুপাতে রুপির  দাম দাঁড়িয়েছে ৫৯.৭২। আগামী দিনে রুপির দাম আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

আপর দিকে আগামী দিনে সোনার দামে খুব বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আপরদিকে সোমবার ভারতে ১.০৯ রুপি দাম বাড়ানো হয়েছে ডিজেলের। এর সঙ্গে যুক্ত হবে অন্যান্য কর।

শেয়ারবাজারের ঊর্ধ্বগতির ফলে খুশির হাওয়া দেখা গেছে মুম্বাইয়ের দালাল স্ট্রিটে। কলকাতাতেও শেয়ার ব্যবসায়ীদের ফুরফুরে মেজাজ লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ১৩ মে , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।