ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

ওয়াটার শেয়ার দর অস্বাভাবিক বাড়ায় তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, জুন ৩, ২০১৪
ওয়াটার শেয়ার দর অস্বাভাবিক বাড়ায় তদন্ত কমিটি

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ওয়াটা কেমিক্যাল কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ অনুসন্ধানে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ বিষয়টি তদন্ত করার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।


 
মঙ্গলবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএসইসির পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং উপ-পরিচালক আবুল কালাম আজাদের সমন্বয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী দশ দিনের মধ্যে কমিশনের কাছে রিপোর্ট দাখিল করতে বলা হয়।
 
এছাড়া কোম্পানিটির মুনাফার অস্বাভাবিকতাও খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি।

সোমবার ওয়াটা কেমিক্যালের শেয়ার দর অস্বাভাবিকভাবে ৭১৬ ভাগ বাড়ে। আগের কার্যদিবস রোববার ৫৯ টাকায় লেনদেন হওয়া এ কোম্পানির শেয়ার ওইদিন সর্বশেষ লেনদেন হয় ৪৮৮ টাকায়।  

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।