ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

টপ গেইনারে প্রোগ্রেসিভ লাইফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, জুন ১১, ২০১৪
টপ গেইনারে প্রোগ্রেসিভ লাইফ

ঢাকা: বিমা খাতের প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সবচেয়ে বেশি বেড়েছে। এদিন ৭ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ২২ শতাংশ দর বেড়ে প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে ওঠে আসে।



দিনভর প্রোগ্রেসিভ লাইফের শেয়ার দর ১২৩ টাকা থেকে ১২৭ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ১২৩ টাকায়।

এদিন কোম্পানিটির মোট ২ হাজার ৫০০ শেয়ার ২ বারে হাতবদল হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের জেনারেশন নেক্সট ফ্যাশন্স।

দিনভর এ শেয়ারের দর ১৭ টাকা ৭০ পয়সা থেকে ১৯ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।

এরপর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল বস্ত্র খাতের আরেক কোম্পানি আলহাজ টেক্সটাইল। এর শেয়ার দর ১০ টাকা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৮৬ টাকায়।

চতুর্থ ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৩০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৬ টাকা ৬০ পয়সায়।

পঞ্চম এমবি ফার্মার শেয়ার দর ১০ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩২৪ টাকায়।

ষষ্ঠ বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২২ টাকা ৮০ পয়সায়।

সপ্তম লিবরা ইনফিউশন্স কোম্পানির শেয়ার দর ১৮ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৪২৩ টাকায়।

অষ্টম ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার দর ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ৫০ পয়সায়।

নবম এমজেএল বাংলাদেশের শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৯০ টাকা ৭০ পয়সায়।

আর দশম স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। এর শেয়ার দর ৮০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১২ টাকায়।

বাংলাদেশ সময় : ১৭০৭ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।