ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

আইএফআইসি-এর রাইট আবেদনের সময় বাড়ছে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, জুন ২৬, ২০১৪
আইএফআইসি-এর রাইট আবেদনের সময় বাড়ছে না

ঢাকা: আইন ভঙ্গের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (আইএফআইসি ব্যাংক) রাইট ইস্যুর আবেদনের সময় না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ব্যাংকটির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)  ১:১ হারে রাইট ছাড়ার সিদ্ধান্ত হয়। ১০ টাকা প্রিমিয়াম ধরে রাইট শেয়ারের ইস্যুমূল্য নির্ধারণ করা হয় ২০ টাকা।
আর বিএসইসির আইন অনুযায়ী সভা হওয়ার ১৫ দিনের মধ্যে বিএসইসির কাছে রাইট ইস্যুর অনুমোদন চেয়ে আবেদন করার কথা। অথচ ব্যাংকটি এই সময়ের মধ্যে আবেদন জমা দেয়নি। এ কারণে কমিশনের রাইট ইস্যু রুলস ২০০৬-এর ৭(১) ধারা ভঙ্গ হয়।

বাংলাদেশ সময় : ১৮২০ ঘণ্টা, জুন ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।