ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

মার্জিন ঋণের স্থায়ী নীতিমালা কার্যকর বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, জুন ৩০, ২০১৪
মার্জিন ঋণের স্থায়ী নীতিমালা কার্যকর বুধবার

ঢাকা: বর্তমান পুঁজিবাজার পরিস্থিতির পেক্ষাপটে মার্জিন ঋণের স্থায়ী নীতিমালা কার্যকর হবে আগামী বুধবার থেকে।

যদিও ১ জুলাই মঙ্গলবার থেকে মার্জিন ঋণের এই নীতিমালা কার্যকর হওয়ার কথা ছিল।

ওইদিন ব্যাংক হলিডে থাকায় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। তাই বুধবার থেকে এ নীতিমালা কার্যকর হবে।

বুধবার থেকে মার্জিন ঋণের হার হবে ১:০৫। অর্থাৎ বিনিয়োগকারীর পোর্টফোলিওতে যদি ১ লাখ টাকা পজেটিভ ইক্যুইটি থাকে তাহলে সে সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে ৫০ হাজার টাকা মার্জিন ঋণ নিতে পারবে।

তবে এ বিষয়ে স্থায়ী নীতিমালার পক্ষে নয় অধিকাংশ মার্চেন্ট ব্যাংক। তাদের মতে এই নীতিমালায় ঋণ সীমাবদ্ধ করলে বাজারে তা নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে।
 
মার্চেন্ট ব্যাংকগুলোর দাবি, বাজার যখন পতন প্রবণতায় চলে তখনই বিনিয়োগকারীদের শেয়ার কেনার উৎকৃষ্ট সময়। এ সময় মার্জিন ঋণের প্রয়োজন হয়। প্রয়োজন অনুযায়ী ঋণ না পেলে বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও সমন্বয় করতে পারে না। ফলে তাদের লোকসান বেড়ে যায়।



২০১২ সালের ৩০ সেপ্টেম্বর মার্জিন ঋণ দেওয়ার স্থায়ী নীতিমালা প্রণয়ন করতে কিছু নির্দেশনা দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেখানে বলা হয়, ৩০ জুন ২০১৩ পর্যন্ত মার্জিন ঋণের হার ছিল ১:২। অর্থাৎ গ্রাহকের তহবিলের দ্বিগুণ।
 
১ জুলাই, ২০১৩ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৩ পর্যন্ত এ হার ছিল ১:১.৫। অর্থাৎ গ্রাহকের তহবিলের দেড়গুণ। ১ জানুয়ারি, ২০১৪ থেকে ৩০ জুন, ২০১৪ এ হার ছিল ১:১। অর্থাৎ এই সময়ে গ্রাহকের তহবিলের সমান মার্জিন লোন দেওয়ার সুযোগ রয়েছে।
 
পরবর্তীতে আগামী ১ জুলাই ২০১৪ থেকে মার্জিন ঋণের হার স্থায়ীভাবে ১:০.৫ কার্যকর হবে। অর্থাৎ গ্রাহকের তহবিলের অর্ধেক।
 
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।