ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

রোববার নাভানা সিএনজির লেনদেন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, আগস্ট ৭, ২০১৪
রোববার নাভানা সিএনজির লেনদেন স্থগিত

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের নাভানা সিএনজি লিমিটেডের লেনদেন আগামী রোববার স্থগিত থাকবে।
 
বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটের আগে গত বুধবার ও ৭ আগস্ট বৃহস্পতিবার কোম্পানিটির লেনদেন স্পট মার্কেটে চলে।

স্পট মার্কেটে কোম্পানির শেয়ার ব্লক বা অড লটে বিক্রি হয়।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

নাভানা সিএনজি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ মার্চ, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরা কনভেশন সেন্টার-২ এ সভাটি হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় আগামী ১০ আগস্ট।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৬ টাকা ও শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮.১৪ টাকা।

বাংলাদেশ সময় : ১৭২২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।