ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

টপ লুজারে প্রাইম ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, আগস্ট ৭, ২০১৪
টপ লুজারে প্রাইম ব্যাংক

ঢাকা: ব্যাংকিং খাতের প্রাইম ব্যাংকের শেয়ার দর সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার সবচেয়ে বেশি কমেছে। এদিন ১ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৯৬ শতাংশ দর হারিয়ে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।



দিনভর এই শেয়ার ২০ টাকা ৫০ পয়সা থেকে ২২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ২০ টাকা ৫০ পয়সায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক। এর শেয়ার দর ৫০ পয়সা বা ৪ দশমিক ৫০ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ১০ টাকা ৬০ পয়সায়।

দিনভরও এই শেয়ার ১০ টাকা ৩০ পয়সা থেকে ১০ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চতুর্থ সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, ষষ্ঠ প্রগতি ইন্স্যুরেন্স, সপ্তম আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১, অষ্টম পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, নবম পিপলস ইন্স্যুরেন্স এবং দশম স্থানে ছিল রহিমা ফুড।

বাংলাদেশ সময় : ১৮৪০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।